একনজরে মুছাপুর ইউনিয়ন
মুছাপুর ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলার বন্দর উপেজলার অন্তর্গত একটি ইউনিয়ন ।এ ইউনিয়নের আয়তন ৩০৫৬.৭৯ বর্গ কি.মি.। মোট জনসংখ্যা ৩২৭৪৫(২০১১)সালের আদমশুমারি অনুযায়ী)।এ ইউনিয়নের উত্তরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, দক্ষিনে বন্দর ইউনিয়ন, পূবের্ পুরাতন ব্রহ্মপুত্র নদ এবং পশ্চিমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এ অঞ্চলের অধিকাংশ মানুষের পেশা কৃষিকাজ।তাছাড়া এখানে শ্রমিক ও অন্যান্য পেশার মানুষ বসবাস করে।এখানে অধিকাংশ মানুষ মুসলমান ধর্মাবলম্বী।তবে হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যাও কম নয় । এখানে ঐতিহাসিক লাঙ্গলবন্দ হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান।প্রতি বছর অস্টমী পূণ্যস্নানে বিভিন্ন দেশ হতে হিন্দু ধর্মাবলম্বী পূণ্যার্থীরা এখানে সমবেত হয় এবং পূণ্যস্নানে অংশ নেয়।
এ ইউনিয়নের আওতাধীন মৌজা সমূহ-১৩টি
· দাসেরগাঁও মৌজা(আংশিক)
· লক্ষণখোলা মৌজা(আংশিক)
· দেউলীমৌজা(আংশিক)
· আমিরাবাদ মৌজা(আংশিক)
· গোবিন্দকুল মৌজা
· বালিগাঁও মৌজা
· পিছকামতাল মৌজা
· বারপাড়া মৌজা
· লাঙ্গলবন্দ মৌজা
· মুছাপুর মৌজা
· উত্তর কুলচরিত্র মৌজা
· দক্ষিন কুলচরিত্র মৌজা
· ভাজন্দী মৌজা
এ ইউনিয়নে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান-২৯টি
স্কুলসমূহ
১। মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়
২। সামসুজ্জোহা এম বি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
৩। দাসেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়
৪। ৬০ নং বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়
৫। মালিবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়
৬। বারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
৭। ১৬নং লাঙ্গলবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়
৮। চিড়াইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
৯। মুছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
১০। ৪০ নং চরশ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
১১। বেবী কেয়ার কিন্ডারগার্টেন
১২। ফনকুল রেজিষ্টার্ড প্রাথিমক বিদ্যালয়
১৩। লেরী ওয়ার্ল্ড মডেল প্রাথমিক বিদ্যালয়
১৪। জহরপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়
১৫। বর্ণমালা বিদ্যানিকেতন
১৬। ইকরা কিন্ডারগার্টেন স্কুল
১৭। মৌলভী আদম আলী কিন্ডারগার্টেন স্কুল
মাদ্রাসা সমূহ
১। লক্ষণখোলা দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসা
২। পিছকামতাল মদীনাতুল উলুম মাদ্রাসা
৩। মুছাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা
৪। তালিমুল কোরআন মোহাম্মদীয়া মাদ্রাসা,দাসেরগাঁও
৫। শাসনেরবাগ কাসেমুল উলুম মহিলা মাদ্রাসা
৬। জহরপুর মাদ্রাসা
৭। মদীনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানা ,বারপাড়া
৮। চরইসলামপুর শিশুসদন মাদ্রাসা
৯। আল মানার ইসলামিক কিন্ডারগার্টেন, দাসেরগাঁও
১০। চরইসলামপুর আদর্শ কিন্ডারগার্টেন মাদ্রাসা
১১। চরইসলামপুর হাফেজিয়া ফোরকানিয়া মাদ্রাসা
১২। মুছাপুর হাফেইজয়া নূরানী মাদ্রাসা
ধর্মীয় প্রতিষ্ঠান
১। মসিজদ- ৬৩টি
২। মন্দির-১৪টি
এ ইউনিয়নে অবস্থিত হাটবাজার -২টি
১।লাঙ্গলবন্দ বাজার
২।লাঙ্গলবন্দ গরুর হাট
এ ইউনিয়নে অবস্থিত দর্শনীয়স্থান-২টি
১। প্রেমতলা স্বামী দ্বিগ্বীজয়ী ব্রহ্মচারী আশ্রম।
২। মহত্মাগান্ধী শ্মশানঘাট
এ ইউনিয়নে অবস্থিত ব্যাংক(এনজিও)-২টি
১।ব্যাংক এশিয়া, মুছাপুর ইউনিয়ন পরিষদ ভবন।
২।ব্রাক ব্যাংক, মিনারবাড়ী
এ ইউনিয়নে অবস্থিত স্বাস্থ্যেসবা প্রতিষ্ঠান-৪টি
১।মুছাপুর পরিবার কল্যান স্বাস্থ্য কেন্দ্র , মুছাপুর
২।দাসেরগাঁও কমিউনিটি ক্লিনিক, দাসেরগাঁও
৩।বারপাড়া কমিউনিটি ক্লিনিক, বারপাড়া
৪। বালিগাঁও কমিউনিটি ক্লিনিক, বালিগাঁও
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস