Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সৌদি আরব সহ বিদেশ গমনেচ্ছু কর্মীদের রেজিস্ট্রেশন এখন মুছাপুর ইউনিয়ন তথ্য কেন্দ্রে করা হয়।
বিস্তারিত

সৌদি আরব সহ বিদেশ গমনেচ্ছু কর্মীদের রেজিস্ট্রেশন এর কাজ শুরু হয়েছে। বিগত বছরের মত এবার অন-লাইনে নিবন্ধন ফরম পূরন করতে হবে না। বর্তমান প্রক্রিয়ায় ম্যানুয়ালি (হার্ড কপি) নিবন্ধন ফরম মুছাপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে সংগ্রহ করে তা পুরন করার পর আবার মুছাপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারে জমা দিতে হবে।
=========================================
রেজিস্ট্রেশন করতে যা যা লাগবে
=========================================
(১) মেশিনরিডেবল পার্সপোর্ট (এমআরপি), যদি না থাকে,
(২) জাতীয়তা পরিচয়পত্র,তা না হলে,
(৩) জন্মনিবন্ধন সনদপত্র,
৪। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে) এক সেট ফটোকপি সহ,
(৫) জন্মনিবন্ধন সনদপত্রে যে নাম ঠিকানা ব্যবহৃত হয়েছে,পরিবর্তিত হুবহু সেই নাম ঠিকানা ব্যবহার করে এমআরপি পার্সপোর্ট তৈরি করতে হবে,
(৬) নমিনির নাম- ঠিকানা ও সঠিক মোবাইল নং,
(৭) ঘনিষ্ঠ ও বিশ্বস্থ এমন তিনজন ব্যাক্তির নাম ঠিকানা ও সঠিক মোবাইল নাম্বার,
(৮) দেশে/ বিদেশে কাজের অভিজ্ঞতার সনদপত্র(যদি থাকে)
(৯) সত্যায়িত পাসপোর্ট সাইজের ৩কপি ছবি।
(১০) মহাপরিচালক বরাবর ২০০ টাকার ব্যাংক ড্রাফট (ব্যাংক ড্রাফট খরচ ৩৫ টাকা) ও সার্ভিস চার্জ বাবদ ১০০ টাকা ডিজিাটল সেন্টারে জমা দিতে হবে।

রেজিস্ট্রেশন করার জন্য যোগাযোগ করুন-
মোঃ তাজুল ইসলাম
মুছাপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি)
তাজপুর,বন্দর, নারায়ণগঞ্জ।
মোবাইল নং- ০১৬৮০৬৫৮৩৩৭, ০১৯৩৩২৬৪৫৭৬

ডাউনলোড
ছবি