পরিবার পরিকল্পনা অফিসটি অবস্থিত।
ইপিআইকর্মসূচীঃ
· কর্মসূচীরনামঃসম্প্রসারিতটিকাদানকর্মসূচী
· কর্মসূচীবাসত্মবায়নকারীঃউপজেলাস্বাস্থ্যওপঃপঃকর্মকর্তাএবংতাহারআওতাধীনসকলস্বাস্থ্যকর্মী।
· অর্থায়নওঅন্যান্যসহায়তাকারীঃস্বাস্থ্যওপঃকঃমন্ত্রণালয়, বিশ্বস্বাস্থ্যসংস্থা।
-লক্ষ্যওপদ্ধতিঃশিশুদের০৮টিরোগেরবিরম্নদ্ধেপ্রতিরোধটিকাপ্রদানওভিটামিনএক্যাপসুলএরমাধ্যমেরাতকানারোগ ওঅপুষ্টিপ্রতিরোধ। মায়েদেরকেটিটিটিকারমাধ্যমেমাএবংনবজাতকশিশুরটিটেনাসপ্রতিরোধব্যবস্থা।মায়েদের-কেভিটামিনএক্যাপসুলখাওয়ানোরমাধ্যমেমায়েদেরএবংনবজাতকশিশুদেরভিটামিনএএরঘাটতিপুরন।মূললক্ষ্যহচ্ছে, শিশুভোগামিত্মএবংমৃত্যুহারকমানো।
· আওতাভুক্তসুবিধাভোগীজনগোষ্ঠীঃ১৫-৪৯বৎসরেরসকলমহিলাএবং০- ৬০মাস বয়সীসকলশিশু।
ইওসিকর্মসূচীঃ
· কর্মসূচীরনামঃ প্রসুতিসেবা
· কর্মসূচীবাস্তবায়নকারীঃউপজেলাস্বাস্থ্যওপঃপঃকর্মকর্তা এবংইওসিঅমত্মর্ভুক্তহাসপাতালসমূহেরডাক্তারওনার্স।
· অর্থায়নওঅন্যান্যসহায়তাকারী- স্বাস্থ্যওপঃকঃমন্ত্রণালয়, ইউনিসেফ।
· লক্ষ্যওপদ্ধতি- নিরাপদমাতৃত্ব,বিপদমুক্তডেলিভারীএবংশিশুওমাতৃমৃত্যুহারকমানো।
· আওতাভুক্তসুবিধাভোগীজনগোষ্ঠী- সকলগর্ভবতীমা।
এআরআইকর্মসূচীঃ
· কর্মসূচীরনাম- এআরআই।
· কর্মসূচীবাস্তবায়নকারীঃতত্বাবধায়ক/ উপজেলাস্বাস্থ্যওপঃপঃকর্মকর্তাসহপ্রতিষ্ঠানেরসকলডাক্তার,
চিকিৎসাসহকারী, ফার্মাসিষ্ট, নার্স।
· অর্থায়নওঅন্যান্যসহায়তাকারী- স্বাস্থ্যওপঃকঃমন্ত্রণালয়, ইউনিসেফ।
· লক্ষ্যওপদ্ধতি- শিশুদেরনিউমোনিয়াএবংশ্বাসনালীপ্রদাহজনিতরোগেরচিকিৎসাএবংপ্রকোপকমানো।
· আওতাভুক্তসুবিধাভোগীজনগোষ্ঠীঃসকলশিশু।
সেবা গ্রহিতা যে সকল সেবা পাওয়ার অধিকার সংরক্ষণ করেন
১. স্বাস্থ্য উপকেন্দ্রে আগত নারী-পুরুষ, বৃদ্ধ-যুব-শিশু সকলকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
২. ডায়রিয়া রোগীদের জন্য ওআরএস সরবরাহ করা হয়।
৩. হাসপাতালে আগত প্রসূতি রোগীদের এন্টিনেটাল চেকআপসহ প্রয়োজনীয় উপদেশ দেয়া হয় এবং আয়রন
ট্যাবলেট সরবরাহ করা হয়।
৪. জাতীয় যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কার্যক্রমেরআওতায় যক্ষ্মা রোগীদের কফ্ পরীক্ষার জন্য কফ সংগ্রহ করা হয়
এবং যক্ষ্মা ও কুষ্ঠ রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা করা হয়।
৫. শিশু ও মহিলাদের ইপিআই কার্যক্রমেরআওতায় প্রতিষেধক টিকা দেওয়া হয়।
৬. উপস্বাস্থ্য কেন্দ্রে আগত রোগীদের স্বাস্থ্য, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয়।
৭. উপস্বাস্থ্য কেন্দ্রে আগত কিশোর-কিশোরী ও সক্ষম দম্পতিদের মধ্যে প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কার্যক্রমপরিচালনা করা হয়।
৮. প্রয়োজনে রোগীকে উপজেলা হাসপাতালে রেফার করা হয়।
৯. আগত রোগী ও তাদের আত্মীয়স্বজনগণ স্বাস্থ্যসেবা সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ ও উপদেশের জন্য সংশ্লিষ্ট
চিকিৎসকগণের সাথে সহজেই যোগাযোগ করতে পারেন।
১০. উপ-স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক নোটিশ বোর্ড সবার দৃষ্টি গোচর হয় এমন জায়গায় স্থাপিত আছে।
নোটিশ বোর্ডে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ আছে।
১১. সরবরাহ সাপেক্ষে ঔষধসমূহ সেবাকেন্দ্র হতে বিনামূল্যে প্রদান করা হয়। তবে চিকিৎসার প্রয়োজনে কোন
কোন ঔষধ কেন্দ্রের বাহির হতে সেবা গ্রহিতাকেক্রয় করতে হতে পারে।
১২. বোর্ডে মজুদ ঔষধের তালিকা, প্রদানকৃত সেবাসমূহের তালিকা, সেবা প্রদানকারী চিকিৎসকের তালিকা
টানানো আছে।
0
গ্রামঃ নয়াগাও
পোঃ মিনারবাড়ী
থানাঃ বন্দর
জেলাঃ নারায়ণগঞ্জ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস