Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Village Court Rules

ইউনিয়ন পরিষদ কার্য বিধিমালা অনুযায়ী ইউনিয়ন পরিষদের কার্য পরিচালনা পদ্ধতি সম্পর্কে নিম্নে উল্লেখ করা হলো:

 

স্থানীয় কাউন্সিল কার্যবিধি,১৯৬৩

১। পরিষদ সভায় সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সম্পাদিত কর্মসমুহ (ধারা-৩):

     ১। সকল প্রকার কর,রেট, টোল,ফি আরোপের প্রস্তাবনা;

     ২। বাষিক বাজেট ও সকর প্রকার আর্থিক বিবরণী;

     ৩। সংশোধিত বজেট;

     ৪। সকল প্রকার উন্নয়ন পরিকল্পনা;

 

২। পরিষদ বা কমিটির মাধ্যমে সম্পাদিত অন্যান্য কার্যাদিত (ধারা-৪)

     ১। চেয়াম্যান, সচিব ও কমিটির মাধ্যমে সম্পাদিত অন্যান্য কার্যাবলী পরিষদের সভায় উপস্থাপিত ও অনুমোদিত হতে হবে;

     ২। পরিষদ কর্তৃক নিয়োগকৃত কমিটি রেজুলেশন দ্বারা এবং পরিষদের সাধারণ ও বিশেষ নির্দেশে কার্বলি সম্পাদন করবে।

 

৩। চেয়ারম্যান দ্বারা সম্পাদিত কার্যবলী (ধারা-৫)

      ১। পরিষদের চেয়াম্যান দৈনন্দিন কার্যাবলী সম্পাদন ও তার অধীনস্ত কর্মচারীদের তত্ত্বাবধান করবেন।

      ২। পরিষদের চেয়ারম্যান কর্তৃক নিম্নে বর্ণিত কর্মসমূহ সম্পাদন হবে:

      ৩। সকল প্রকার কর,রেট, সংগ্রহ ও আদায়রে ব্যবস্থা করা;

      ৪। পরিষদের পক্ষে সমস্ত অর্থ গ্রহণ;

      ৫। জেলা প্রশাসকের অনুমোদিত বাজেট অনুযায়ী পরিষেদর যাবতীয় ব্যয় নির্বাহ করা;

      ৬। পরিষদের পক্ষে সমস্ত যোগাযোগ রক্ষা করা;

      ৭। পরিষদের পক্ষে যাবতীয় নোটিম সরবরাহ করা;

 

৪। সচিব দ্বারা সম্পাদিত কার্যবলী (ধারা-৭)

   জেলা প্রশাসকের পূব অনুমতি নিয়ে চেয়ারম্যান তার উপর অপিত যে কোন দায়িত্ব লিখিতভাবে সচিবের উপর অপন করতে পারেন এবং অন্যান্য কার্যাবলী যা বিভিন্ন সময়ে চেয়ারম্যান সাধারন ও বিশেষ নিদেশনার মাধ্যমে সচিবকে প্রদান করবেন তা তাকে করতে হবে।

 

০৫। নির্বাহী ক্ষমতার প্র্রয়োগ (ধারা-৮)

     পরিষদের নির্বাহী ক্ষমতা চেয়ারম্যান নিজে বা তার ক্ষমতাপ্রাপ্ত যে কোন সদস্য বা সচিব দ্বারা প্রয়োগ করতে পারবেন।

 

০৬। চেয়ারম্যানের অনুপস্থিতিতে কায্যসম্পাদন (ধারা-৯)

     চেয়ারম্যানের পদ শূন্য হলে বা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্যান্য কারনে চেয়ারম্যান দায়িত্ব পালনে অক্ষম হলে ইউ.পি এ নিবাচিত সদস্যগন তাদের মধ্য হতে একজন অস্থায়ী চেয়ারম্যান নিবাচিত করবেন এবং শূন্য পদটি পুরনের জন্য একজন চেয়ারম্যান নিবাচিত হয়ে ক্ষমতা গ্রহন না করা প্রযন্ত উক্ত অস্থায়ী চেয়ারম্যান  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

০৭। পরিষদের আদেশ (ধারা-১০)

     পরিষদের  যাবতীয় আদেশ চেয়ারম্যানের স্বাক্ষরে পরিষদের নামে জারি হবে।

 

০৮। পরিষদের তহবিল পরিচালনা (ধারা-১১)

      চেয়ারম্যান পরিষদের তহবিল পরিচালনা করবেন।

 

০৯। পরিষদের সাধারন সীল (ধারা-১২)

     প্রত্যেক পরি ষদের একটি গোল সীল থাকবে যার মধ্যে পরিষদের নাম, ডাকঘর ও জেলার নাম লিখা থাকবে।

 

১০। নথির নিরাপত্তা(ধারা-১৩)  

     চেয়ারম্যান যাবতিয় নথির নিরাপত্তা নিশ্চিত করবেন।

 

১১। পরিষদের সিদ্ধান্ত ও আদেশ নিধারিত কতৃপক্ষের নিকট প্রেরন (ধারা-১৪)

     তিনদিনের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট পৌছাতে হবে।